Type Here to Get Search Results !

বিভিন্ন স্থানের নাম ও উপনাম || কোন শহরকে কি নামে ডাকা হয় || Bangla gk

 




বিভিন্ন স্থানের নাম ও উপনাম


এই ব্লগে আমরা আলোচনা করব কোন শহরকে কি নামে ডাকা হয় অর্থাৎ বিভিন্ন স্থানের নাম ও তার উপনাম । আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।😊


১. কোন শহরকে 'নিষিদ্ধ শহর' বলা হয়?
➟ লাসা।

২. 'City of joy' বলা হয় কোন শহরকে?
➟ কলকাতা।

৩. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়?
➟ মুম্বাই।

৪. কোন শহরকে 'গোলাপি' শহর বলা হয় ?
➟ জয়পুর।

৫. কোন শহরকে 'ধানের গোলা' বলা হয়?
➟ বর্ধমান।

৬. কোন শহরকে 'সংস্কৃতির নাগরী' বলা হয়?
➟ কলকাতা।

৭. কোন শহরকে 'পৃথিবীর ভূস্বর্গ' বলা হয়?
➟ কাশ্মীর।

৮. কোন শহরকে 'ভারতের ম্যাঞ্চেষ্টার' বলা হয়?
➟ আহমেদাবাদ।

৯. কোন শহরকে 'এশিয়ার রোম' বলা হয়?
➟ দিল্লি।

১০. কোন শহরকে 'ইলেকট্রনিক শহর' বলা হয়?
➟ ব্যাঙ্গালোর।

১১. কোন শহরকে 'মন্দিরের শহর' বলে?
➟ বারানসি।

১২. কোন শহরকে 'ভারতের স্টিল সিটি' বলা হয়?
➟ জামশেদপুর।

১৩. কোন শহরকে 'যুদ্ধের শহর' বলা হয়?
➟ পানিপথ।

১৪. কোন শহরকে 'সবুজ নগরী' বলা হয়?
➟ চেন্নাই।

১৫. কোন শহরকে 'এশিয়া ডিমের ঝুড়ি' বলা হয়?
➟ অন্ধ্রপ্রদেশ।


প্রতিদিন নতুন নতুন জি.কে পেতে আমাদের ShareChat অ্যাকাউন্টটি ফলো করুন ⬇️








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.