Type Here to Get Search Results !

বিভিন্ন বিষয়ের জনক পরিচিতি || কে কোন বিষয়ের জনক || পদার্থ বিদ্যার জনক কে ? || Bangla gk || SC

 





বিভিন্ন বিষয়ের জনক পরিচিতি 


হ্যালো বন্ধুরা,

এই ব্লগে আমরা বিভিন্ন বিষয়ের জনক সর্ম্পকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি। আর্টিকেলটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ।




১. বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- থ্যালিস।



২. জীব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।



৩. প্রাণী বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।



৪. রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান।



৫. পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন।



৬. রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।



৭. আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।



৮. চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ইবনে সিনা।



৯. মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- উইলহেম উন্ড।



১০. সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- অগাস্ট কোঁৎ।



১১. ইতিহাসের জনক?

উত্তরঃ- হেরোডোটাস।



১২. গণিতের জনক কে?

উত্তরঃ- আর্কিমিডিস।



১৩. জ্যামিতির জনক কে?

উত্তরঃ- ইউক্লিড।



১৪. অপরাধ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ল্যামব্রাসো



১৫. ক্যালকুলাসের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন।



১৬. বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।



১৭. মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- উইলহেম উন্ড।



১৮. বাংলা নাটকের জনক কে?

উত্তরঃ- দীন বন্ধু মিত্র।



১৯. ভূগোলের জনক কে?

উত্তরঃ- ইরাটস থেনিস।



২০. মেডিসিনের জনক কে?

উত্তরঃ- হিপোক্রেটিস।



২১. বাংলা উপন্যাসের জনক কে?

উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।



২২. বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ- হীরালাল সেন।



২৩. আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ- জন ডাল্টন।



২৪. প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল।



২৫. বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।



২৬. আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- রজার বেকন।



২৭. বীজ গণিতের জনক কে?

উত্তরঃ- আল খাওয়ারেজমী।



২৮. বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।



২৯. বংশগতি বিদ্যার জনক কে?

উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল।



৩০. ইংরেজী কবিতার জনক কে?

উত্তরঃ- জিওফ্রে চসার।




৩১. জীবাণু বিদ্যার জনক কে?

উত্তরঃ- লুই পাস্তুর।



৩২.শ্রেণীকরণ বিদ্যার জনক কে?

উত্তরঃ- কারোলাস লিনিয়াস।



৩৩. সনেটের জনক কে?

উত্তরঃ- পের্ত্রাক।



৩৪. বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?

উত্তরঃ- চার্লস ডারউইন।



৩৫. শরীর বিদ্যার জনক কে?

উত্তরঃ- উইলিয়াম হার্ভে।



৩৬. সামাজিক বিবর্তনবাদের জনক কে?

উত্তরঃ- হার্বাট স্পেন্সর।



৩৭. আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন।



৩৮.আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ল্যাভয়সিয়ে।



৩৯. তেজস্ক্রিয়তার জনক কে?

উত্তরঃ- হেনরি বেকরেল।



৪০. ইন্টারনেটের জনক কে?

উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ।



৪১. ATM-এর জনক কে?

উত্তরঃ- জন শেফার্ড ব্যারন।



৪২. টুইটারের জনক কে?

উত্তরঃ- জ্যাক ডোরসেই।



৪৩. গুগলের জনক কে?

উত্তরঃ- সার্জেই বিন।



৪৪. মাইক্রোসফটের জনক কে?

উত্তরঃ- বিল গেটস।



৪৫. ফেসবুকের জনক কে?

উত্তরঃ- মার্ক জুকারবার্গ।



৪৬. আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তরঃ- বাল মেগারিজ।



৪৭. www এর জনক কে?

উত্তরঃ- টিম বার্ণাস লি।



৪৮.মোবাইল ফোনের জনক কে?

উত্তরঃ- মার্টিন কুপার।



৪৯. ই-মেইল এর জনক কে?

উত্তরঃ- রে টমলিনসন।



৫০. পারমানবিক বোমার জনক কে?

উত্তরঃ- ওপেন হাইমার।





প্রতিদিন নতুন নতুন Gk পাওয়ার জন্য আমাদের ShareChat অ্যাকাউন্টটি ফলো করুন 👇


Follow on ShareChat



Our other social media 👇


Subscribe our YouTube channel


Follow our Facebook Page






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.