Type Here to Get Search Results !

Current Affairs 4 January 2024 in Bengali

 



Current Affairs 4 January 2024 in Bengali


❏ প্রতিবছর 'বিশ্ব ব্রেইল দিবস' পালন করা হয় ৪ জানুয়ারি:


প্রথম 'বিশ্ব ব্রেইল দিবস' পালিত হয় ৪ জানুয়ারি, ২০১৯

১৮০৯ সালে ফ্রান্সে জন্মগ্রহণকারী লুই ব্রেইল শৈশবে তার দৃষ্টিশক্তি হারানোর প্রতিকূলতার মুখোমুখি হন। তারপর, তার স্থিতিস্থাপকতা এবং সংকল্প ইতিহাসের অন্যতম বিপ্লবী ব্যবস্থার সৃষ্টির দিকে পরিচালিত করেছিল।

 • বিশ্ব ব্রেইল দিবসের লক্ষ্য হল দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, তাদের অধিকার এবং সামাজিক একীকরণের পক্ষে কথা বলা৷


❏ আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের নতুন 'চিপ সেক্রেটারি ' পদ গ্রহণ করলেন ভগবতী প্রসাদ গোপালিকা।



❏ ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ (Ind-Ra) চলতি অর্থবছরের জন্য তার GDP বৃদ্ধির অনুমান আগের 6.2% থেকে 6.7%-এ সংশোধন করেছে:

 

• আপগ্রেডের জন্য দায়ী করা হয়েছে ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতা, টেকসই সরকারি ক্যাপএক্স, একটি বিচ্ছিন্ন কর্পোরেট/ব্যাঙ্কিং সেক্টর ব্যালেন্স শীট, এবং একটি নতুন বেসরকারী কর্পোরেট ক্যাপেক্স চক্রের সম্ভাবনা।

 • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক FY24-এর শেষ দুই ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধিতে ক্রমাগত মন্থর অনুমান করে, সামগ্রিক জিডিপি 7% অনুমান করে৷



❏ Aboard Space X Falcon 9 রকেট লঞ্চের জন্য ISRO-এর স্যাটেলাইট সেট:


 • নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL), ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর বাণিজ্যিক শাখা, যোগাযোগ উপগ্রহ GSAT-20 উৎক্ষেপণের জন্য SpaceX-এর সাথে তার সহযোগিতা ঘোষণা করেছে৷

 • এটি SpaceX-এর সাথে ভারতের প্রথম অংশীদারিত্বকে চিহ্নিত করে, যা মহাকাশ অনুসন্ধান এবং স্যাটেলাইট স্থাপনে একটি উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিফলিত করে।


 • GSAT-20, এখন GSAT-N2 নামকরণ করা হয়েছে, একটি উচ্চ থ্রুপুট কা-ব্যান্ড স্যাটেলাইট যা ভারতের ক্রমবর্ধমান ব্রডব্যান্ড যোগাযোগের চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে।


 • 4,700 কেজি ওজন সহ, GSAT-20 প্রায় 48 Gbps এর একটি উল্লেখযোগ্য HTS ক্ষমতা অফার করে, বিশেষভাবে দেশের প্রত্যন্ত এবং সংযোগহীন অঞ্চলগুলির পরিষেবার প্রয়োজনীয়তাগুলি মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে৷



❏ এম.এস স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হলেন অধ্যাপক বি.আর কম্বোজ:


 • অধ্যাপক বি.আর. চৌধুরী চরণ সিং হরিয়ানা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাম্বোজকে সম্মানজনক এম.এস. স্বামীনাথন পুরস্কার। কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে একজন বিজ্ঞানী এবং সম্প্রসারণ বিশেষজ্ঞ হিসেবে তার উল্লেখযোগ্য অবদানের জন্য এই স্বীকৃতি আসে।


প্রতিদিন এরকম কারেন্ট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিদিন জেনারেল নলেজ কোশ্চেন অ্যানসার পাওয়ার জন্য আমাদের শেয়ারচ্যাট একাউন্টটি ফলো করুন






প্রতিদিন এরকম কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।


প্রতিদিন নতুন নতুন Genaral Knowledge / Current Affairs পাওয়ার জন্য

আমাদের ShareChat অ্যাকাউন্ট ফলো করুন ⬇️



Follow on ShareChat



Click here to join us ⬇️


Follow on Facebook


Subscribe on YouTube










নিচের লিংকে ক্লিক করে দেখেনিন আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি ⬇️



Current Affairs 4 January 2024 in Bengali 


Current Affairs 2nd January 2024 in Bengali  


Current Affairs 1st January 2024 in Bengali 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.