Type Here to Get Search Results !

মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষা (উদ্ভিদের) চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো ?

•উদ্ভিদের দ্বি-সংকর জনন পরীক্ষাঃ

মেন্ডেল তার দ্বি-সংকর জনন পরীক্ষার জন্য একটি বিশুদ্ধ হলুদ রঙের গোলাকার বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের (yyrr) সংকরায়ন ঘটান। এক্ষেত্রে হলুদ রঙের জন্য Y জিন, সবুজ রঙের জন্য y জিনের ওপর প্রকট; অপরদিকে গোলাকারের জন্য R জিন, কুঞ্চিতের জন্য R জিনের ওপর প্রকট সংকরায়নের ফলে জনিতৃ জনু (P) থেকে উদ্ভূত প্রথম অপত্য জনুতে(F1 জনু) উদ্ভিদ গুলি হলুদ রঙের গোলাকার বিজযুক্ত হয়। আবার (F1) জনুর গাছগুলোর মধ্যে স্বপরাগযোগ ঘটিয়ে মেন্ডেল দ্বিতীয় অপত্য জনুতে (F2জনু) নির্দিষ্ট অনুপাতে চার প্রকার বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ দেখতে পান। এদের মধ্যে 9 ভাগ হলুদ ও গোলাকার, 3 ভাগ হলুদ ও কুঞ্চিত, 3 ভাগ সবুজ ও গোলাকার এবং 1 ভাগ সবুজ ও কুঞ্চিত ।





চেকার বোর্ড




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.